ঢাকা | শনিবার
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিইউতে ৭০ বছর বয়সি করোনা আক্রান্ত রোগী

বাংলাদেশে করোনা আক্রান্ত ২০ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছন। বাংলাদেশে করোনার নতুন ৩ রোগী শনাক্ত হয়েছেন বলেও জানান তিনি।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে একজন নারী ও অন্য দুজন পুরুষ। নতুন আক্রান্তদের সবাই আলাদা আলাদা পরিবারের। আক্রান্ত নারী ও একজন পুরুষের বয়স ৩০ হলেও অন্যজনের বয়স ৭০। বয়স্ক পুরুষ এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন।

একদিনে রোগত্বত্ত বিভাগে এসে সেবাগ্রহণ করেছেন ৫০ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ জনের। আইসোলেশনে রাখা হয়েছে ৩০ জনকে ও প্রাতিষ্ঠানিক কোয়ান্টেরাইনে রয়েছেন আরো ৪৪ জন।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন