ঢাকা | শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আক্রান্ত প্রথম মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুবরণ করা ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

সরকারের নির্দেশ মোতাবেক কঠোর সতর্কতার মধ্যদিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ দাফন কাজ সম্পন্ন করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন বাদ এশা মৃত ওই ব্যক্তির দাফন সম্পন্ন হওয়ার কথা থাকলেও পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে মরদেহ আনা-নেয়াসহ সতর্কতা অবলম্বন করতে গিয়ে দাফন সম্পন্ন হতে প্রায় রাত ১১টা বেজেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্র প্রবাসীর মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন। তিনি আক্রান্ত ১০ জনের মধ্যে একজন ছিলেন। মৃত্যুবরণ করা ওই রোগীর বয়স ছিল ৭০ বছরের বেশি। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, কিডনি এবং ডায়াবেটিকসের রোগে ভুগছিলেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

আইইডিসিআরের তথ্যমতে, বৃহস্পতিবার দেশে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন এবং এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে একজন। আক্রান্তদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের ডায়াবেটিস, হার্টের সমস্যা আছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন