দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ঝুঁকিতে রয়েছে দেশের অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতেই সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪০৬ জন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তারা।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, বিমানবন্দরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দুজনের জ্বর থাকায় তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কোনও লক্ষণ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তারা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
সৌদি আরবের ডিপোর্টেশন সেন্টার থেকে এই বাংলাদেশিদের দেশে আসার ছাড়পত্র দেওয়া হয়। এরা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন। পরে তাদের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশে নিয়ে আসা হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস