ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গণস্বাস্থ্য কেন্দ্রকে কিট উৎপাদনের অনুমোদন দিল সরকার

গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের অনুমোদন দিল সরকার। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ড. জাফরুল্লাহ চৌধুরী।

অনুমোদন পাওয়ার ব্যাপারে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ দুপুরে আমরা সরকারের অনুমোদন পেয়েছি। আগামী সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে কাঁচামাল দেশে পৌঁছাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা কিট উৎপাদনে যাব।

তিনি আরও বলেন, কিট উৎপাদনের কাঁচামাল চীনের কাছেও আছে। তবে চীন বাণিজ্যিকভাবে কিট উৎপাদনের জন্যে কাঁচামাল বিক্রি করবে না বলে জানিয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্র উৎপাদন শুরু করলে দেশে কিট নিয়ে কোনো সঙ্কট থাকবে না বলেও জানান ড. জাফরুল্লাহ চৌধুরী।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন