সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এ লক্ষ্যে দেশটি বাংলাদেশকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দিবে বলে জানিয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, প্রাণঘাতী করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী এবং টেস্ট কিট দিবে। এছাড়াও এই দুঃসময়ে বাংলাদেশের পাশে চীন রয়েছে এবং থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশে প্রথম একজন রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।
আনন্দবাজার/এম.কে