ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : কক্সবাজার ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস প্রতিরোধে গণ জামায়েত ঠেকাতে পর্যটকদের কক্সবাজার আগমন ও ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে কক্সবাজার জেলাপ্রশাসন। একই সঙ্গে আগত পর্যটকদের বাড়ি ফিরার নির্দেশ দেয়া হয়েছে। অতি দ্রুত ছড়িয়ে পড়া করোনার প্রাদুরর্ভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ  মঙ্গলবার ৪টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করা হচ্ছে। বিকাল ৪টা থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সৈকত থেকে সরে যেতে বলা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, প্রশাসনের নেয়া সিদ্ধান্ত কার্যকর করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এটি বলবৎ থাকবে। এবং কক্সবাজারে অবস্থারত পর্যটকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানান তিনি।

এদিকে কক্সবাজারে এ পর্যন্ত ৩ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। তিনি জানান, কক্সবাজার জেলায় কোথাও এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। করোনাভাইরাস নিয়ে কক্সবাজার বাসিকে বিভ্রান্ত এবং আতংকিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গেল বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশে প্রথম একজন রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।

সংবাদটি শেয়ার করুন