ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় খাদ্য সংকট হবে না, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনার কারণে খাদ্য সংকট হবে না। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক খাদ্য কিনে মজুদ করারও কোনো প্রয়োজন নেই। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলমান বাজার মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। পুরো বিশ্বই এখন করোনায় আক্রান্ত, বাংলাদেশও আক্রান্ত। করোনায় বাজার অস্থিতিশীল করার চেষ্টা চালালে, কোনোক্রমেই সরকার চুপচাপ বসে থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে। শুধু মজুদই নয়, ইতোমধ্যে আমরা ওএমএসে চাল বিতরণের জন্য মিলারদের চিঠি দিয়েছি। তারা বাজারে বিক্রি করবে।

মন্ত্রী বলেন, আমরা বাজার মনিটরিং আরো জোরদার করেছি। রমজান মাস কে সামনে রেখে যাতে কোনো প্রকারের অবৈধ ব্যবসা কেউ করতে না পারে আমরা সে ব্যাপারে সজাগ আছি। ভোক্তাদের চিন্তিত হওয়ার কিছুই নেই। কেউ মজুদ রেখে কষ্টে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এ মুহূর্তে মজুদ ১৭ লাখ ৩৯ হাজার ৪৯৫ মেট্রিক খাদ্যশস্য মজুদ আছে। ব্যবসায়ীরা করোনার অজুহাত দিলে আমরা তাদের আইনগত ব্যবস্থা নিবো। আমাদের ২৫টি মনিটরিং টিম আছে। প্রয়োজন হলে আরো বাড়াবো। এটা শুধু খাদ্য মন্ত্রণালয় নয় বরং বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সেলও মনিটরিং করছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন