ঢাকা | শনিবার
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে একদিনে ৬০ জন হোম কোয়ারেন্টাইনে

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বর্তমানে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯১ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৬০ জনকে। এরা সবাই সৌদি আরব থেকে ওমরা হজ সম্পন্ন করে চট্টগ্রামে ফিরেছেন।

বুধবার (১৮ মার্চ) গত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে রাব্বী মিয়া বলেন, ‘গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ছিল ৩১ জন।’

সিভিল সার্জন বলেন, ‘ নতুন করে যে ৬০ জন হোম কোয়ারেন্টাইনে তারা গতকাল রাতে সৌদি আরব থেকে ফিরেছে।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রামে সবচেয়ে বেশি ইতালিফেরত প্রবাসী বেশি। তাছাড়া চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রামে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রচুর বিদেশি কর্মরত থাকায় চট্টগ্রামে করোনাভাইরাসের ঝুঁকি বেশি মনে করা হচ্ছে বলে জানান তিনি।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন