ফেনীতে বিদেশ থেকে আসা ২৬ জন এবং তাদের পারিবার মিলিয়ে মোট ১৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানোর জন্যই মূলত তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা তাহসিন নুর অমি। তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ কোয়ারেন্টাইনে থাকা সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা কোয়ারেন্টিনে থাকা লোকদের পর্যবেক্ষণ করছেন। এছাড়া তদারকি করার দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদেরও। সিভিল পোশাকে পুলিশও পর্যবেক্ষণে সাহায্য করছেন। তবে সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে কোয়ারেন্টাইনে থাকা লোকজনের পরিচয় গোপন রাখা হচ্ছে। এসব প্রবাসীদের প্রত্যেককে ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
অন্যদিকে জেলা প্রশাসন থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা, ফেনী ট্রমা সেন্টারে ৩০ বেড, স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বেড করে ২৫ বেড মোট ১০৫ বেডের আইসোলেশন কর্নার তৈরি করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে