১৭ মার্চ ২০২০ বাঙ্গালী জাতির পিতা, বাংলাদেশের সূর্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব নামের একটি ম্যূরাল উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) গাজীপুর জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যূরালের শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
জেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের ১৭ মার্চের মধ্যেই গাজীপুর জেলা পরিষদ চত্বরে ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিব’’ ম্যূরাল এর কাজ শেষ করে এর শুভ উদ্বোধন করা হয়।
‘‘বঙ্গবন্ধু শেখ মুজিব’’ ম্যূরাল উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারম্যান আখতারউজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাঙালী জাতির জন্য একটি কাঙ্খিত ও অবিস্মরণীয় দিন। যা বাঙালী জাতি কোনদিন ভুলতে পারবেনা। বঙ্গবন্ধু ছিলেন গোটা বাঙালীর নয়নের মনি। এই মহান নেতা আজীবন প্রত্যেকটা বাঙালীর মনে চির অমর হয়ে থাকবেন।
এদিকে জাতীর পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যূরাল উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, প্যানেল চেয়ারম্যান এস.এম মোকছেদ আলম, দিলরুবা ফাইজিয়াসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবুল হোসেন ও পরিষদের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
আনন্দবাজার/শাহী