ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সন্দেহে এলাকাবাসীর হাতে আটক প্রবাসী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মঙ্গলবার সকালে মোগরাপাড়া এলাকায় বিয়ের জন্য পাত্রী দেখতে এসে করোনা রোগী সন্দেহে জগনাথ নামের এক সিঙ্গাপুর প্রবাসীকে আটক করেছে এলাকাবাসী। পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে।

জানা যায়, আটককৃত যুবক কুমিল্লা দাউদকান্দি উপজেলার স্বপহাম গ্রামের হরিদাস মিয়ার ছেলে।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানান, কুমিল্লা জেলার দাউদকান্দি গ্রামের হরিদাস মিয়ার ছেলে গত ১মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে আসে। মঙ্গলবার সকালে সে তার স্বজনদের নিয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে তার বিয়ের জন্য পাত্রী দেখতে আসে। এসময় ভৈরবদী গ্রামের লোকজন সিঙ্গাপুর ফেরত শুনে ওই যুবককে করোনা রোগী সন্দেহে আটক করে রাখে। পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর পেলে পুলিশ যুবকে তাদের হেফাজতে রাজধানী ঢাকার মহাখালীতে প্রেরন করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এক যুবক সোনারগাঁয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে আসলে এলাকাবাসী করোনা সন্দেহে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে ঢাকায় পরীক্ষার জন্য নিয়ে যায়।

 

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন