বর্তমানে করোনায় অস্থির অবস্থা বিরাজ করছে দেশে। সারা দেশ এখন করোনা মোকাবেলায় ব্যস্ত। আর তাই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামীণফোনের পর এবার বাংলালিংক এবং ইউনিলিভার তাদের কর্মীদেরকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশনা জারি করেছে বাংলালিংক। তারা প্রাথমিকভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত কর্মীদের বাসা থেকে অফিস করতে বলেছে।
আরও পড়ুন : পূর্বের অবস্থায় ফিরল ডাকঘর সঞ্চয়ের সুদহার
বাংলালিংক কর্তৃপক্ষ জানান, ভিপিএন চালু করে দেয়া হয়েছে এবং সেই সাথে কিছু সফটওয়ারে এক্সেস দেয়া হয়েছে। প্রয়োজনে সম্মিলিতভাবে কর্মীদের প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করা হবে। তবে খুবই প্রয়োজনীয় কোন ইস্যু হলে অফিসে যেতে বলা হয়েছে, তবে দল বেঁধে নয়। প্রতিষ্ঠানটির প্রায় ১১০০ কর্মীকে বাসায় বসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে