ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীকাইলে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ৫৫ বিসিএফ

সম্প্রতি শ্রীকাইল ইস্ট কূপের চূড়ান্ত পরীক্ষা সফলতার সাথে কার্যকর হয়েছে। দেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে অবস্থিত এ কূপটিতে ৫৫ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুদ আছে বলে ধারণা করছে বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি)।

জানা গেছে, গ্যাস ক্ষেত্রটিতে ৩ হাজার ৭শ’ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে) চাপ রয়েছে। এবং আরও ১ হাজার ৮শ’ পিএসআই চাপে গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানিয়েছেন। দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে কূপটি।

তবে খুব দ্রুত প্রধানমন্ত্রী বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন বলে জানিয়েছে পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগ সূত্র।

আরও পড়ুন : পূর্বের অবস্থায় ফিরল ডাকঘর সঞ্চয়ের সুদহার

শ্রীকাইলে মোট ৪টি কূপ খনন করা হয়েছে। পেট্রোবাংলা উৎপাদন রেকর্ডে দেখা গেছে (১৬ মার্চ) ৩টি কূপ দিয়ে ৩০ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে।

গত ৩ মার্চ রাত ৮টায় অনুসন্ধান কূপটিতে গ্যাস স্তর আবিষ্কার করে বাপেক্স। ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত গ্যাস স্তরের। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হলে ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হবে। গ্যাস সংকটের কারণে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে। তাই নতুন এই কূপে গ্যাস আবিষ্কার করে আনন্দেই ভাসছে বাপেক্স।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন