সৌদি আরবে আটকে পড়া ৪০৯ জন বাংলাদেশি যাত্রীদের নিয়ে রওয়ানা হয়েছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি ২৩৬। জেদ্দায় কর্মরত বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামসুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মার্চ সৌদি আরব সময় সকাল ৭টা ১৫মিনিটে ৪০৯ জন যাত্রী নিয়ে রওয়ানা হয় বিশেষ ফ্লাইটটি। বেশির ভাগ যাত্রীরাই উমরাহ্ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় আটকে পড়েন তারা।
দু’সপ্তাহের জন্য সৌদি আরবের সাথে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ রয়েছে। করোনা সংক্রামণ রোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেলুন, রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, সমুদ্র বন্দর ও মার্কেট।
আনন্দবাজার/এস.কে