বিদেশ ফেরত ৪৫ জন প্রবাসী সহ তাদের পরিবারের ২১০ জনকে স্বাস্থ্য বিভাগের বিশেষ পর্যবেক্ষনে রাখা হয়েছে। তাদেরকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে রেখে আতঙ্কিত না হওয়ার পরার্মশ দিয়েছেন চিকিৎসকরা।
এদের মধ্যে ঝিনাইদহ জেলার পৌর এলাকায় ৮জন, মহশেপুর উপজলোয় ১৬২ জন, কোটচাদপুর উপজলোয় ৮জন ও কালীগঞ্জ উপজলোয় ১২জন রয়েছেন। এ সময় তাদের বাইরে না যাওয়ার জন্য চিকিৎসকের পর্যবেক্ষনের থাকার পরার্মশ দিয়েছেন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইতালী, চীন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ঝিনাইদহে নিজ বাড়িতে এসেছেন। স্বাস্থ্য বিভাগ এমন খবর পেয়ে সে সব স্থানে গিয়ে তাদরেকে স্বাস্থ্য র্বাতা মেনে চলে ১৪ দিনের তত্বাবধানে নিজ বাড়ীতে থাকার পরার্মশ দিয়েছেন।
এছাড়া তিনি জানান, যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই সুস্থ আছেন। তাদের কোন লক্ষন বা ভাইরাস পাওয়া যায়নি। যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে চলাফেরা করবে তাদরে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার/শাহী