ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় প্রবাসীকে জরিমানা

বর্তমানে বাংলাদেশ করোনাভাইরাসের কারণে অস্থির অবস্থায় আছে। সচেতন থাকার জন্য এবং করোনায় মোকাবেলায় দেশে চলছে হোম কোয়ারেন্টাইন। সম্প্রতি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় এক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ইউএনও।

তিনি মানিকগঞ্জের সাটুরিয়ার বাসিন্দা এবং ইরাক থেকে ফিরেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন আশরাফুল আলম।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, করোনাভাইরাস সতর্ক থাকার জন্য সরকারের নির্দেশে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে বের হওয়া ব্যক্তিদের প্রথমে সতর্ক করা হয়। তারপরও যারা এই নির্দেশ মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত ৬ মার্চ ইরাক থেকে ওই ব্যক্তি দেশে ফিরেন। দেশে ফেরার পর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু তিনি নির্দেশ না মেনে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। আর  এ কারণেই তাকে জরিমানা করা হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন