ঢাকা | রবিবার
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রথম ভ্যাকসিন পরীক্ষা

প্রানঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রথম বারের মত প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।

করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে দেশটির সিয়াটল শহরের জেনিফার হলারের ওপর। করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হয়েছে ১৬ মার্চ থেকে। ওয়াশিংটন রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রথম ইনজেকশনের মাধ্যমে টিকা নেন হলার।

তিনি বলেন, নিজেকে ভাগ্যবান মনে করছি। এমন সংকটময় পরিস্থিতিতে সাহায্য করতে পেরেছি।

কায়সার পারমানেন্তের পক্ষ থেকে সিয়াটলে প্রথম ৪৫ জন ১৫ থেকে ৫৫ বছর বয়সী স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবককে পরীক্ষার জন্য নেয়া হয়েছে।

এ পরীক্ষার প্রথম দফার লক্ষ্য হচ্ছে মানুষের শরীরের জন্য নিরাপদ কি না, তা পরীক্ষা করা। মর্ডানাস ‘এমআরএনএ-১২৭৩’ নামের ভ্যাকসিনটিতে সার্স-সিওভি-২ করোনভাইরাস থেকে মেসেঞ্জার আরএনএর নিষ্ক্রিয় খণ্ড ব্যবহার করা হচ্ছে।

গবেষকদের দাবি, এতে ভাইরাসের মাধ্যমে স্বয়ংক্রিয় সংক্রমণের ঝুঁকি নেই। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কায়সার পারমানেন্তের গবেষক লিসা জ্যাকসনের নেতৃত্বে একদল গবেষক এ ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে কতখানি কার্যকর, তা পরীক্ষা করে দেখবেন। এনআইএইচ ও মডার্না ইনকরপোরেশনের যৌথ সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন