ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বিমানের সব ফ্লাইট বাতিল

একে একে বিভিন্ন রুটে বন্ধ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটসমূহ। কুয়েত, সৌদি আরব, ভারত, কাতার এবং ওমানের পর এবার মালয়েশিয়ায় বন্ধ হলো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের সব ফ্লাইট।

মঙ্গলবার বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমানের শেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে। আজকের ফ্লাইট শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের পরিবর্তে বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিমান কর্তৃপক্ষ জানায়, মাস্কাট কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম থেকে মাস্কাটগামী আজকের ফ্লাইট (বিজি ১২১) রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে। এজন্য যাত্রীসাধারণকে বিকেল ৩টায় রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। ফিরতি ফ্লাইটটি যথাসময়ে দেশের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন