ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়গুলোতে মুজিববর্ষের সকল অনুষ্ঠান স্থগিত

প্রাথমিক বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব কথা জানান।

অন্যদিকে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ যেন ছড়াতে না পারে, তাই এ সিদ্ধান্ত। তবে শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, সেক্ষেত্রে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে গ্রীষ্মের ছুটি ও রোজার ছুটির সাথে এ ছুটিকে সমন্বয় করা হবে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন