করোনাভাইরাসের মহামারী সংক্রমণের কারণে সারা বিশ্বে পর্যটন খাত সংশ্লিষ্ট কমপক্ষে ৫ কোটি মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়ার সম্ভবনা হয়েছে। বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল এসব তথ্য জানায়।
সংস্থাটির মতে, এ মহামারীতে ৫ কোটি মানুষ সাময়িক বেকার হয়ে যেতে পারেন। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল ও কিছু ইনস্যুরেন্স কোম্পানি ভ্রমণ সংক্রান্ত বীমা বন্ধ করার পর এমন পূর্বাভাসই দেয় সংস্থাটি। ২০২০ সালে সারাবিশ্বে ২০ শতাংশ পর্যন্ত কমবে বলে জানায় ডব্লিউটিটিসি।
ক্ষতি এড়াতে ভিসা পদ্ধতি সহজ ও সাশ্রয়ী করা, স্থল ও বিমানবন্দরে অতিরিক্ত প্রতিবন্ধকতা তৈরি না করে। ভ্রমণ উৎসাহিত করতে বাজেট বাড়ানোসহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আনন্দবাজার/তা.তা