ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের পরম বন্ধু আনুনসিয়েত্তা আর নেই

বাংলাদেশের পরম বন্ধু ইতালিয়ান নাগরিক আনুনসিয়েত্তা রিগন ১৪ মার্চ দিবাগত মধ্য রাতে ইতালির ভেনিসের অদূরে ভিল্লাভেরলা গ্রামের রিগনবাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

আনুনসিয়েত্তা ছিলেন বাংলাপ্রেমী ফাদার রিগনের কনিষ্ঠতম বোন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ফাদার রিগনের শিক্ষার প্রসার ও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজের অংশীদার ছিলেন তিনি। এছাড়াও আফ্রিকায় জনকল্যাণ মূলক নানা কাজের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ অক্টোবর মুক্তিযুদ্ধ -বন্ধু ফাদার রিগন ইতালিতে পরলোক গমন করেন। ফাদার রিগনের শেষ ইচ্ছানুয়ী তার মরদেহ বাংলাদেশে প্রেরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস/এম এস

সংবাদটি শেয়ার করুন