ঢাকা | শনিবার
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ঠেকাতে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের এক শ’ কোটি টাকা বরাদ্দের দাবির জবাবে এ বরাদ্দ সম্পর্কে তাকে অবহিত করেছে।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এ তহবিল বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দ অর্থের মধ্যে ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের জন্য, ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার প্রকাশনার জন্য এবং আড়াই কোটি কেমিক্যাল রি-এজেন্টের জন্য দেয়া হয়েছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) রবিবার নিশ্চিত করে যে দেশে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছেন। সংস্থাটি বুধবার জানায়, রোগীদের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু মানুষকে ‘হোম কোয়ারেন্টাইন’ করে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

 

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন