ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ ফেরত ১৪১ জন হোম কোয়ারেন্টিনে

দেশের বাইরে থেকে আসা বিভিন্ন জেলার ১৪১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মানিকগঞ্জে বিদেশ থেকে আসা আরো ২০ জনসহ নতুন করে ৭৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, বুধবার ২০ জন এবং মঙ্গলবার ৫৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ থেকে আসার কারণে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এছাড়া করোনা আক্রান্ত সন্দেহে কিশোরগঞ্জের ভৈরবে ৩৪, যশোরে ৭, বগুড়ায় ৫, ঝালকাঠিতে ৪, ফরিদপুরে ৩, জামালপুরে ৩ জন, রাজবাড়ীতে ২ জন এবং টঙ্গী, সিলেট, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ৪ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে মেহেরপুরের সৌদি ফেরত এক যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন