ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে করোনা আক্রান্ত ২ জন সুস্থতার পথে

করোনার কারণে সারা বিশ্বজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন লক্ষ্যাধিক মানুষ, এর মধ্যে বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৩ জন। আক্রান্ত ৩ বাংলাদেশির মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠতে শুরু করেছে। বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এদিকে করোনা টেস্টে ফলাফল নেগেটিভ আসায় শীঘ্রই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। বাংলাদেশে মোট ১৪২ জনকে পরীক্ষা করা হয়েছে। এছাড়া সারা দেশে আইসোলেশনে রাখা হয়েছে ৮ জনকে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, সিঙ্গাপুরে করোনাভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪ বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। একজনকে এখনো আইসোলেশনে রাখা হয়েছে। তাই তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার/টি এস

সংবাদটি শেয়ার করুন