আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট
এরই মধ্যে পুড়ে গেছে কয়েকশ’ ঘর
রূপনগর বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের প্রায় তিন ঘণ্টার মতো সময় পেরিয়ে গেলেও এখনো দাউদাউ করে জ্বলছে আগুন। ভয়াবহ আগুনে একের পর এক পুড়ে যাচ্ছে ঘর। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রুপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে প্রথম আগুন লাগে।সময় যতই যাচ্ছে আগুনের আকার বড় হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রথমে কাজ শুরু করলেও পরে আরো ১৩টি ইউনিট যোগ হয়ে মোট ২৫টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে সাধারণ মানুষও যে যার মতো পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
বস্তির বাসিন্দারা বলেন, বস্তিটিতে দেড় থেকে দুই হাজার পরিবার থাকে। এসব পরিবারে আনুমানিক দুই থেকে চারজন করে সদস্য থাকলে আট থেকে ১০ হাজার লোক বাস করতেন বস্তিটিতে। আগুন লাগার মধ্যেই যে যতটুকু পেয়েছেন মালামাল সরিয়ে নিয়েছেন।
এদিকে বস্তির বেশিরভাগ ঘর বাঁশ ও টিনের হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোয়ার এরই মধ্যে ছেয়ে গেছে চারপাশ। সব ঘর পুড়ে আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়েছে। এছাড়া বস্তির পাশে থাকা তিনতলা একটি ভবনের ছাদেও আগুন জ্বলতে দেখা গেছে। বস্তি লাগোয়া অনেক দালানেও আগুনের আঁচ লাগছে। নিরাপত্তার সুবিধার্থে আগুনের আশপাশের ভবনের বাসিন্দারা বাড়ির বাইরে অবস্থান করছেন।
রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গতবছর অগাস্টে এবং চলতি বছর জানুয়ারিতে দুই দফা অগ্নিকাণ্ড ঘটে।
আনন্দবাজার/শহক