ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা পরীক্ষায় বিমানবন্দরে নতুন তিনটি থার্মাল স্ক্যানার

করোনাভাইরাস প্রতিরোধে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি করে মোট তিনটি নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য এ থার্মাল স্ক্যানার আনা্ হয়েছে।

শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নষ্ট হওয়া দুটি স্ক্যানারের মধ্যে একটি মেরামত করা হয়েছে এবং নতুন করে আরেকটি স্ক্যানার বসানো হয়।এছাড়া বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন দুটি থার্মাল স্ক্যানার বসানো হয়।

গত ২১শে জানুয়ারি হতে শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের থার্মাল স্ক্যানারে শরীরের তাপমাত্রা পরিমাপসহ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন