ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা রুখতে ১০০ কোটি টাকা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং শীঘ্রই এ অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৫ মার্চ আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়েছি। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র

সহকারী সচিব স্বাক্ষরিত ওই চিঠির বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি শিগগিরই বরাদ্দ দেয়া হবে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন