বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাড়ে আটশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এছাড়াও ভাইরাসের সংক্রমণ এড়াতে যে কোনো সামাজিক অনুষ্ঠান এবং জমায়েত সীমিত আকারে করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
সোমবার (০৯ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে যারা বাঙালি আসছে তারাই বহন করে আনছে, আগামীতেও তারা আসবে। তাদেরকে সবসময় বলে আসছি এই মুহূর্তে তারা যেন দেশে না আসে। দেশে থেকেও যাতে বেশি বেশি লোক না যায় আমরা এটাও চাই না। যারা আসবে তারা যেন সেলফ কোয়ারেন্টাইনে থাকেন।
করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, করোনা আক্রান্ত ইতালি ফেরত দুই ব্যক্তির সংস্পর্শে আসা চল্লিশ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা কোথায় গেছে, কোন বাজারে গেছে, কোথায় চা খেয়েছে। কাদের সাথে বসেছে এসব পর্যবেক্ষন করছি।
এদিকে বিশ্বের ১০২টি দেশের এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, যেখানে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা কয়েক কোটিতে পৌঁছেছে। রোববার (০৮ মার্চ) বাংলাদেশে তিনজন রোগী শনাক্তের পর ছড়িয়ে পর একটি জরুরি বৈঠকে বসে করোনা প্রতিরোধে জাতীয় পর্যায়ে কমিটি করা হয়।
বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রী জানান, তিনটি কমিটির মাধ্যমে কাজ করা হচ্ছে। ঢাকায় বিভিন্ন হাসপাতালে ৪০০-৫০০ বেড, জেলা পর্যায়ে ১০০ ও উপজেলা পর্যায়ে ৫০ বেড প্রস্তুত রাখা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আনন্দবাজার/শহক