মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সফর বাতিল করল নরেন্দ্র মোদি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামি ১৭ই র্মাচ মুজিববর্ষের সুচনা অনুষ্ঠানে বিশ্বের অনেক গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়। তাদের মধ্যে আলোচিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে তার ঢাকা সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে। সোমবার অনলাইন প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং টাইমস অব ইন্ডিয়া।

এর আগে গতকাল রোববার বিকেলে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তথ্য প্রকাশিত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের পরিসর ছোট করা হয়। আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠানটি ওই দিন হচ্ছে না। ওই অনুষ্ঠানে থাকার কথা ছিল নরেন্দ্র মোদির।

রোববার তিনজন কোভিড-১৯ রোগী ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রথমবারের মতো বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর রাতেই বৈঠকে বসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। বৈঠকে স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ারও কথা ছিল। কিন্তু করোনার ব্যাপক বিস্তার আর বাংলাদেশে প্রথমবার শনাক্ত হওয়ায় তা বাতিল হলো।

আনন্দবাজার/টি এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  একটি সেতুর জন্য বাঁশখালীর দুই ইউনিয়নের লাখো মানুষের আর্তনাদ

সংবাদটি শেয়ার করুন