ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর হাসপাতাল ও গুরুত্বপূর্ণ জায়গায় সতর্কতা জোরদার

দেশে করোনায় তিনজনের আক্রান্ত হওয়ার খবরে সতর্কতা জোরদার করা হয়েছে বিমানবন্দর, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। কারও মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা আক্রান্ত দেশ থেকে যাত্রী আসলেই তাদের পরীক্ষা-নিরীক্ষা করে বাইরে পাঠানো হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য মাত্র দুইজন কর্মী ও দুটো মেশিন থাকায় দীর্ঘ সময় লাগছে বলে অভিযোগ তোলেন যাত্রীরা।

আক্রান্ত দেশের যাত্রীদের সাথে যেন সাধারণরা মিশে না যায়, সেদিকে কঠোর ভাবে লক্ষ্য রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান জানান, চিহ্নিত ৬ দেশ থেকে আসা যাত্রীদের উপসর্গ থাকলে কুয়েত মৈত্রী, সিএমএইচ ও কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

রাজধানীর হাসপাতালগুলোতে নেয়া হয়েছে সতর্কতা। করোনা মোকাবেলায় হাসপাতালগুলোতে বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, রবিবার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে জানায় আইইডিসিআর। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে আইইডিসিআর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন