বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, চীনে করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, যার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যেটুকু ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আজ রবিবার (০৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত এক ওয়ার্কশপে টিপু মুন্সি এ কথা বলেন।
মন্ত্রী জানান, করোনাভাইরাস নিয়ে সারা পৃথিবী তোলপাড় সৃষ্টি করেছে। এর কারণে যে যে ক্ষতি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলাচ্ছি। তবে ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। বিশ্বে আমাদের দূতাবাসগুলোও কাজ করছে। চীনের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তাদের ব্যবসা বাণিজ্য ইতোমধ্যে খুলছে, আশা করি আমাদের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।
তিনি বলেন, ব্যবসায়ীরা যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত তাহলে তাদের প্রণোদনা মিলবে কিনা তা সরকার পর্যবেক্ষণ করছে। অর্থ পাচার নিয়ে তিনি বলেন, আমদানি ও রফতানির আড়ালে অর্থপাচারের ঘটনায় আমাদের কিছু করার নাই। তবে সরকার অর্থপাচারের ব্যপারে তদন্ত করছে এবং খোঁজ নেয়া হচ্ছে। যে কোনো মূল্যেই হোক টাকা পাচার বন্ধ করতে হবে।
আনন্দবাজার/এম.কে