বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যধি করোনাভাইরাস (কভিড-১৯) উন্নয়নশীল এশিয়ার অর্থনীতিতে নানানমুখী ক্ষতিকর প্রভাব ফেলবে বলে মনে করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
সংস্থার এক বিশ্লেষণে জানানো হয়, উন্নয়নশীল এশিয়ার দেশগুলোতে অভ্যন্তরীণ চাহিদা ব্যাপকভাবে হ্রাস পাবে। এছাড়াও পর্যটন ভ্রমণ কমবে, ব্যবসা-বাণিজ্য ঘিরে ব্যবসায়ীদের যাতায়াত কমবে, উৎপাদনেও প্রভাব পড়বে। সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হবে, একই সঙ্গে স্বাস্থ্য খাতে বড় ধরনের ক্ষতি রয়েছেই।
এডিবির বিশ্লেষণে আরো জনানো হয়, অর্থনৈতিক ক্ষতির প্রভাবটি নির্ভর করবে কিভাবে ভাইরাসটি বিকশিত হয় তার ওপর ভিত্তি করে, যা এখনো অনিশ্চিত গতিতে এগোচ্ছে। তবে প্রথমিক হিসাবে ধারণা করা যায় যে, বিশ্ব অর্থনীতির ক্ষতি হতে পারে ৭৭-৩৪৭ বিলিয়নের মধ্যে, যা হবে বৈশ্বিক জিডিপির ০.১-০.৪ শতাংশ পর্যন্ত।