ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরূপকাঠিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

পিরোজপুরের স্বরূপকাঠিতে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পন, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন হতে এক বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে।

উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ হারুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জাহিদ হোসেন, মো. সাখাওয়ার হোসেন, মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুনীল দে ও মো. ফজলুলহক প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম সিকদার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, মো. মাহফুজুর রহমান ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ফায়েজ প্রমুখ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/এম আর

সংবাদটি শেয়ার করুন