ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিদেশি অথিতিদের আগমনে প্রভাব পড়বে

দেশে মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রণ জানানো হয়েছে অনেক বিদেশি অতিথিকেই। কিন্তু চীনের করোনাভাইরাসের কারণে মুজিব শতবর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।

আজ শনিবার সকালে সিলেট সফরে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনার ফলে সারা বিশ্বে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তাই মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথি আগমনে এর প্রভাব পড়বে।কিন্তু সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ এবং সতর্ক রয়েছে।

কিন্তু করোনার প্রভাবে মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি বলেও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার/ এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন