ষষ্ঠবারের মতো শুরু হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। শনিবার (০৭ মার্চ) আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের কনসার্ট। দুপুর ১টা থেকে শুরু হওয়া কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। এছাড়া দর্শকদের জন্য গেট খোলা হবে সকাল ১০:৩০ মিনিটে।
সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে এবারের জয় বাংলা কনসার্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে চলা আয়োজন করা হয়েছে ভিন্নমাত্রা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হবে এই আয়োজন। এরপর থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি। পরে কনসার্ট মাতাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫ ব্যান্ডদল। তারপর মঞ্চ মাতাবেন এফ মাইনর, মিনার, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিং, লালন, আরবোভাইরাস।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে। ৭ মার্চের এবারের আয়োজনে থাকছে আরো বেশ কিছু ভিন্নমাত্রা ও চমক। সন্ধ্যার পর মঞ্চ মাতাতে আসবেন ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড এবং চিরকুট। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হলোগ্রাফিক প্রজেকশন।
রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত ৫ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট।
আনন্দবাজার/রনি