নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ভোলা জেলার মনপুরায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ইউএনও বিপুল চন্দ্র দাস। অভিযান কালে ব্যবসায়ীর কোল্ডস্টোরেজ থেকে ২ মণ ইলিশ জব্দ করা হয়। এরপর এসব ইলিশ এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
আজ শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী মৎস্য ঘাটে ফারুকের গদি ঘরের অভিযান চালিয়ে ওই ইলিশ মাছ জব্দ করা হয়।
ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, দক্ষিণ সাকুচিয়ার পচাঁকোড়ালিয়া, মাঝেরকাঠি মৎস্য আড়ত ও উত্তর সাকুচিয়ার লতাখালী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় লতাখালী মৎস্য ব্যবসায়ী ফারুকের গদি ঘরে অভিযান চালিয়ে ২ মণ ইলিশ জব্দ করা হয়। এরপর ইলিশ মজুদ রাখার দায়ে মৎস্য আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, মার্চ ও এপ্রিল মাসে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
আনন্দবাজার/এম.কে