বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা

সম্প্রতি ফিলিস্তিনে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস । বিশ্বের ৮৫টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর তাই করোনা মোকাবেলায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার গ্রিসে নতুন ২২ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে এবং আক্রান্তদের বেশিরভাগই কিছুদিন আগে ইসরায়েল ও মিশর থেকে ফিরেছে। করোনায় চীনের বাইরে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে ইতালিতে।

আরও পড়ুন : বিল পরিশোধেই বছরে গ্রাহকের ১৭ ঘণ্টা সময় ব্যয়

এছাড়া করোনায় ইরান এবং ইরাকসহ বেশ কয়েকটি দেশে জুমআর নামাজ বাতিল ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার আরেক ইরানি কূটনীতিক হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন। তিনি সিরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আনন্দবাজার/এইচ এস কে 

 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনার ভয়ে হাসপাতালের গেটে মাকে ফেলে ছেলে উধাও

সংবাদটি শেয়ার করুন