ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যারা অলিম্পিকে ভালো করবে বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আমাদের দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, তারা যাতে সুস্থ সুন্দর আনন্দময় জীবন পায়, সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারে সে লক্ষ্য আমরা কাজ করছি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ঢাকাস্থ জাপান দূতাবাস কর্তৃক আয়োজিত ‘Toward Building inclusive society Tokyo Paralympic Games’ শীর্ষক লেকচার সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তাদের সুস্থ বিনোদন নিশ্চিতকল্পে আমরা সংসদ ভবনের পাশে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করছি। আমাদের সরকার স্পোর্টসের উন্নয়নের পাশাপাশি প্যারা স্পোর্টস এর উন্নয়নে সমান্তরালভাবে কাজ করছে। যার ফলে আমরা সর্বশেষ স্পেশাল ওয়ার্ল্ড অলিম্পিক গেমসে ২২টি স্বর্ণপদকসহ ৩৮টি পদক অর্জন করতে সমর্থ হয়েছি। আমি বিশ্বাস করি, আমরা প্যারা অলিম্পিক গেমসেও ভালো ফলাফল অর্জন করবো।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী স্পেশাল চাইল্ডদের বিষয়ে বিশেষ আন্তরিক। তিনি আমাদের ক্রীড়ার সকল অবকাঠামোতে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমরা জাপান সরকারের সঙ্গে ও এ বিষয়ে কাজ করতে চাই।

অনুষ্ঠানে জাপান প্যারা অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট তাগুচি আকি ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বক্তব্য রাখেন। ব্র্যাকের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন