বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাটি খুড়তেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের মুদ্রা!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাটি খনন করতে গিয়ে পাওয়া গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৩২টি রৌপ্য মুদ্রা। বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ জেলা পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করে।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম এ তথ্য জানান।

হাসিবুল আলম বলেন, প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার নিশিপাড়ার বাবুল মৃধার বসতবাড়ি ভেঙে নতুন ঘর নির্মাণের জন্য মাটি খোড়ার কাজ করছিলেন চার শ্রমিক। খননের এক পর্যায়ে রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি রৌপ্যমুদ্রা পাওয়া যায়। পরে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করলে পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার রাতে শ্রমিকদের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ।

তিনি আরো বলেন, রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত মুদ্রাগুলো আনুমানিক দুইশো বছরের পুরানো। এগুলোর মধ্যে ৩টির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে। মুদ্রাগুলো প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফারাক্কা নিয়ে কিছু বলা যাবে না

সংবাদটি শেয়ার করুন