ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় জরুরি সহায়তা দিবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপে স্বাস্থ্যগত ও অর্থনীতির ক্ষতি রোধ করতে ১২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বের ৬০টিরও বেশি দেশে কভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এক প্রেস বার্তায় সংস্থাটি জানিয়েছে।

বিশ্বব্যাংকের সদস্য দেশগুলোর ক্ষতি রোধ করতে সম্ভাব্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এই জরুরি সহায়তা দেওয়া হবে। প্রথম ধাপে ৮ বিলিয়ন ডলার বিতরণ করা হবে খুব দ্রুত। সদস্য দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা, মহামারি প্রতিরোধ ব্যবস্থা, জনস্বাস্থ্যের উন্নতিসহ অর্থনীতির ক্ষতি রোধ করতে বেসরকারি খাতের সঙ্গেও কাজ করবে সংস্থাটি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস উল্লেখ করেন, আমরা কভিড-১৯ ভাইরাস মোকাবিলায় সদস্য উন্নয়নশীল দেশগুলোর চাহিদার আলোকে দ্রুত এবং নমনীয় প্রক্রিয়ায় সহায়তা করতে কাজ করে যাচ্ছি। জরুরি আর্থিক সহায়তার পাশাপাশি নীতি সহায়তা, কারিগরি সহায়তা ছাড়াও সম্ভাব্য অন্যান্য সহায়তা করা হবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, জরুরি এই সহায়তা ঋণ ও অনুদান আকারে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে দেওয়া হবে। বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন সংস্থা, আইআরবিডি, আইডিএ, আইএফসি এই তহবিল গঠন করতে সহায়তা করবে।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন