ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সোনারগাঁর ইউএনও

কর্মক্ষেত্রে সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেছেন নারায়নগঞ্জের সোনারগাঁয়ের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। গ্রান্ড ট্যাঙ্ক রোডের নাম ৯০ দিনের মধ্যে ইতিহাসের পাতায় ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা ও প্রথম আলোর সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সোনারগাঁ থানা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি গাজী মোবারক, যুগান্তরের আল-আমিন তুষার, খোলা কাগজের সোনারগাঁ প্রতিনিধি কামরুল ইসলাম।

এছাড়া দৈনিক আমার বার্তার সোনারগাঁ প্রতিনিধি আলমগীর হোসেন প্লাবন, বাংলাদেশের খবরের সোনারগাঁ প্রতিনিধি শাহ জালাল, বিজয় টিভির দ্বীন ইসলাম অনিক, জনকন্ঠের ফারুক হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অবৈধ দখলদার সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকেরা।

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এইচ

সংবাদটি শেয়ার করুন