ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে করোনা আক্রান্ত বাংলাদেশি শনাক্ত

এবার করোনাভাইরাস ধরা পড়েছে ইতালি প্রবাসি এক বাংলাদেশির শরীরে। তিনি দেশটির মিলান শহরের করেন। বুধবার ইতালিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর। তিনি বলেন, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

এর আগে সিঙ্গাপুরে পাঁচ জন বাংলাদেশির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছিল। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও এক বাংলাদেশি নাগরিকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন