ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিসা স্থগিত করোনায় আক্রান্ত চার দেশের

সম্পতি ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে। চীনের বাইরে এখন এসব দেশেই সবচেয়ে দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাস।

করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। বুধবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব বলেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, অন্য দেশগুলোর ক্ষেত্রে তাদের নাগরিকদের বাংলাদেশের ভিসা পেতে হলে তারা করোনা আক্রান্ত নন সেই প্রমাণ দিতে হবে।

আক্রান্ত দেশে যাওয়া-আসা না করার অনুরোধ জানিয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদেরা যেন দেশে না আসেন।

আইইডিসিআর জানিয়েছে, করোনা প্রতিরোধে মাল্টিসেক্টর কমিটি গঠন করা হয়েছে। কমিটি করা হয়েছে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন