ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার উচ্চঝুঁকিতে বাংলাদেশ

করোনাভাইরাস আক্রমনের উচ্চঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সম্প্রতি এমনটাই দাবী করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে বাংলাদেশসহ মোট ২৫ দেশ করোনার আক্রমনের উচ্চঝুঁকিতে রয়েছে এবং সেই সাথে এসব দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিলের প্রতিজ্ঞা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএসএআইডির সংক্রামক রোগবিষয়ক জরুরি রিজার্ভ তহবিল থেকে করোনাভাইরাসের সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ২৫টি দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থ দেওয়ার প্রতিজ্ঞা করেছে মার্কিন সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), অন্যান্য বহুপক্ষীয় প্রতিষ্ঠান ও কর্মসূচি প্রকল্পের বাস্তবায়ন করতেই এই তহবিল দেয়া হচ্ছে।

এই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো করোনা রোগী পাওয়া গেলেও ভয়ের কিছু নেই। কারণ দেশের সব জেলায় সিভিল সার্জনদের মাধ্যমে হাসপাতালে করোনা মোকাবেলার জন্য সকল ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে। এবং চিকিৎসক, নার্সদের প্রশিক্ষিত করা হয়েছে। করোনাভাইরাস শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটসও আছে।

আনন্দবাজার/এইচ এস কে

 

 

সংবাদটি শেয়ার করুন