ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুতে চালু হচ্ছে রেল

সম্প্রতি ২০২৪ সালের মধ্যে পদ্মাসেতুতে রেলের অংশ চালু করা যাবে বলে আশা ব্যক্ত করেছেন রেলের অতিরিক্ত সচিব গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী।তিনি মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু ও রেলের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে এসে আজ মঙ্গলবার সকালে এসব কথা বলেন।

ফখরুদ্দিন এ চৌধুরী জানান, করোনাভাইরাসের কারণেই মূলত জনবল এবং যন্ত্রপাতির কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে এটা সমাধানে কিছু পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত লি জি মিং এবং তিনি বলেন, চীনে ইতোমধ্যেই করোনোভাইরাস মোকাবেলায় সক্ষম হচ্ছে এবং খুব দ্রুতই আবার বাণিজ্যে ফিরে আসছে।

আরও পড়ুন : অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসএমই

 তিনি আরও বলেন, চীনের করোনাভাইরাস ছড়িয়ে পরেছে বিভিন্ন দেশেই । এই  কারণে দেশের প্রতিটি বন্দরেই শুধু চীনা নাগরিকই নয়, প্রতিটি মানুষকে স্ক্র্যানিংয়ের মাধ্যমে করোনাভাইরাস আছে কিনা তা নিশ্চিত করতে হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন