ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে রাস্তা সংস্কারে অনিয়ম, নির্মান কাজ বন্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগে সত্যতা পাওয়ার অভিযোগে সংস্কারন কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী ও স্থাণীয় চেয়ারম্যান। রবিবার দুপুরের উপজেলা প্রকৌশলী সাইদুল ইসলাম সরেজমিনে গিয়ে কাজের মান দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

জানা যায়, বন্যা ও দূর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক ও অবকাঠামো মেরামত এবং পুনর্বাসন প্রকল্পের অধীনে ৬ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার শান্তির বাজার থেকে অলিপুরা পযন্ত ১ হাজার ২১০ মিটার সড়ক সংস্কারনের কাজ পান এম আর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তিন দিন আগে সড়কের যেসব জায়গায় কার্পেটিং করা হয়েছে সেসব জায়গায় হাত দিয়ে টান দিলে কার্পেটিং উঠে যাচ্ছে। কিন্তু কার্যাদেশ অনুযায়ী ৪০ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও ৩০ মিলিমিটারের বেশি কোথাও কার্পেটিং করা হয়নি।

সূত্র জানায়, এমন অনিয়ম দেখে স্থানীয় এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলীর বরাবর অভিযোগ দেন। এমন অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান একসঙ্গে  ঘটনাস্থলে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।

এলাকাবাসী জানান, বারদী ইউনিয়ন ও সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে, জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও উপজেলা প্রশাসনকে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী কার্পেটিংয়ের কাজে ব্যবহার করছে কয়েক সপ্তাহ ধরে এমন অভিযোগ দিয়ে আসছে। রবিবার দুপুরে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এ কাজ বন্ধ হয়।

এ বিষয়ে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সংস্কারনের কাজ করছেন স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের সাথে নিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। এখন কি অবস্থা তা আমার জানা নেই ।

উপজেলায় প্রকৌশলী সাইদুল ইসলাম বলেন,আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। যেসব স্থানে কাজ খারাপ হয়েছে সে সব স্থানে পুরনায় কাজ করার নিদের্শ দিয়েছি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন