ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষে বাড়ি রঙ করার নোটিশ সিটি করপোরেশনের

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধান সড়কের পাশের বাড়িঘর রঙ করার জন্য বাড়ির মালিকদের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কতৃপক্ষ। গত কয়েকদিনে অনেক বাড়ির মালিক এমন চিঠি পেয়েছেন বলে সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে।

চিঠির পাশাপাশি সিটি করপোরেশনের লোকজনও বাড়ি বাড়ি গিয়ে এমন নির্দেশনার কথা জানিয়েছেন।

মঙ্গলবার জাতীয় পত্রিকাগুলোয় এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী – ‘মুজিববর্ষ’ উপলক্ষে শহরকে দৃষ্টিনন্দন করতে গুরুত্বপূর্ণ সড়কসমূহ সজ্জিত ও আলোকসজ্জা করা হবে। সে কারণে সড়কের পাশের বাড়ি/স্থাপনা, গেইট ও বাউন্ডারি ওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রঙ করা দরকার।

সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন সম্মানিত নাগরিক হিসাবে সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য হিসাবে আগামী ১৪ই মার্চ, ২০২০ তারিখের মধ্যে আপনার বাড়ি/স্থাপনার গেইট ও বাউন্ডারি ওয়াল সংস্কার ও রঙ করার কাজ সম্পন্ন করে জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান যথাযথভাবে উদযাপনে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

এ নিয়ে বাড়িমালিদের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভবন মালিক বলেন, সরকার অনুষ্ঠান করবে করুক, কিন্তু সেজন্য আমরা পয়সা খরচ করে বাড়ি রঙ করাবো কেন? আমার তো এখন রঙ করার কোন প্রয়োজন নেই। অথচ সেটা করার জন্য আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে।

অন্যদিকে ধানমণ্ডির শিখা রহমান মনে করেন, নাগরিক হিসাবে বাড়িঘর ঠিক করে রাখার দরকার আছে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এ তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। নগরের সৌন্দর্য রক্ষায় তারা ভবন মালিকদের চুনকাম ও মেরামত করার নির্দেশ দিতে পারেন।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন