ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠিকাদের ইচ্ছেমত চলছে সড়কের নির্মাণ কাজ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠি পৌরসভা দক্ষিনপাড় রিক্সা ষ্টান্ড থেকে শুরু করে জলাবাড়ি ইউনিয়নের ইদিলকাঠী বাজার পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রায় ৫৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে সড়ক ও ব্রিজ-কালভার্ট নির্মাণ কাজ চলমাণ রয়েছে। অধিকাংশ স্থানে বাইপাস সড়ক তৈরি না করেই মূল সড়ক ভেঙে কার্যক্রম পরিচালনা করেন, মেসার্স এম,এম বিল্ডাস নামে একটি ঠিকাদার কোম্পানী। এতে সাধারণ জনগণের দূর্ভোগ চরমে। যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয় অসুস্থ রোগী ও বয়োবৃদ্ধদের যেন কস্টের শেষ নেই।

কাজের শুরু থেকেই কচ্ছপ গতিতে চলমান এ নির্মাণ কাজ নিয়ে নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। ময়লা বালু ও পাথর ব্যাবহার,ময়লা ঘন-কাঁদা মিশ্রিত পানি দিয়ে মিশ্রণ, পুরনো অকেজো ইট ব্যাবহার,প্রায় দুই-ফুট জলের ভিতর সি সি ঢালাই সম্পাদন, মিশ্রণের পরিমাণ ১ঃ২ঃ৪ হলেও প্রায়ই ১ঃ৫ঃ৯ পর্যন্ত মিশ্রণ দেখা যায় এবং রাত্রের আধারেও চলে ডালাই কার্যক্রম থাকেনা সড়ক বিভাগের কোন কর্মকর্তা কর্মচারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু পরিদর্শনে গেলে উপস্থিত এলাকাবাসী চলমান কাজের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। এসময় তিনি তাৎক্ষনিক সওজ উপ-সহকারী প্রকৌশলীকে তার মোবাইল ফোনে বার বার ফোন করা সত্বেও তিনি ফোন রিসিপ করেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ফেসবুকে একটি স্টাটাস দেয় যার শিরোনাম হচ্ছে, ব্রিজ ও কালভার্টের কাজ নিয়ে দূখঃবোধ হয়।

কাজের স্থানে ঠিকাদেরর বা সড়ক ও জনপথ অধিদপ্তরের কোন কর্মচারী ও কর্মকর্তাকে পাওয়া যায়নি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন