খুলনার পাইকগাছার কমিলমুনিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ সংশোধিত আইনে তিনটি কারখানা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরাফাতুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
এ সময় বাবলু মজলিস কে ১০ হাজার, সন্দীপ পাল কে ১০ হাজার ও সুকুমার পাল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কাঠ, বাঁশের মুড়া, খেজুর গাছ পোড়ানো ও আমদানির উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন, উপজেলা কানুনগো মোঃ মোজাম্মেল হোসেন ও সার্ভেয়ার মোঃ সাকিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কুমারেশ মন্ডল সহ পাইকগাছা থানার এস আই নুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।
আনন্দবাজার/এফআইবি