ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত

পাইকগাছায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মেহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি (তদন্ত) আশরাফুল আলম, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, এসআই নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, পাইকগাছা প্রসক্লাবর সহ-সভাপতি আব্দুল আজিজ ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। দিবসটি উপলক্ষে ১৮ বছর বয়সের তরুণ-তরুণীদের নতুন ভোটার করা হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস/আই এইচ

সংবাদটি শেয়ার করুন